মোরাল চিলড্রেনদের ইংলিশ কমিউনিকেশন স্কীল ডেভেলপমেন্টের জন্য Online English Adda কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সারাদেশের ভার্সিটি পর্যায়ের ৭০০ এর বেশি শিক্ষার্থী কে ৫-৮ সদস্যের গ্রুপে ভাগ করা হয়েছে। এই গ্রুপ গুলো একজন মেন্টরের নেতৃত্বে সপ্তাহে ২ দিন ১ ঘন্টা করে অনলাইনে ইংলিশে আলোচনা করে। আলোচনার সুবিধার্থে নির্ধারিত টপিকের উপর Discussion Plan প্রস্তুত করা হয়েছে। স্টুডেন্টদের মধ্যে যারা ইংলিশে একটু ভাল এবং লিডারশীপ কোয়ালিটি আছে তাদেরকে মেন্টর হিসাবে সিলেক্ট করা হয়েছে। মেন্টরদের এক্সপার্ট দিয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়।
সদস্যগন প্রতি সেশনে ২০০ টাকা করে ফি প্রদান করে যা দিয়ে মেন্টর কে ১০০০ টাকা সম্মানী দেওয়া হয়, বাকী টাকা শিক্ষার্থীদের দ্বারা গৃহীত “নৈতিক সমাজ গঠন” মূলক কাজে ব্যবহৃত হয়। ভার্সিটি পর্যায়ের সকল মোরাল চাইল্ডের জন্য এখন Online English Adda কে বাধ্যতামূলক করা হয়েছে। এর পাশাপাশি একদিন তারা ক্যাম্পাসে একত্রে বসে ইংলিশে কথা বলার প্রাকটিস করে এটি “ক্যাম্পাস আড্ডা ” নামে পরিচিত।