নাম ও বার্ষিক বৃত্তির পরিমান
মানিক মিয়া (১৪,৪০০ টাকা)
শ্রেনী ও শিক্ষাপ্রতিষ্ঠান
৩য় বর্ষ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
পূর্বের পরীক্ষার GPA : SSC ও, HSC, GPA-5
মানিকের বাবা ভূমিহীন ভ্যান চালক; এখন উনি অসুস্থ। ওদের অবস্থা এতটাই খারাপ যে ওদের ঘর থাকার উপযুক্ত নেই, বড়চাচার ঘরে থাকে। এই অবস্থায় ওরা তিন ভাই-বোন পড়াশুনা করছে। অর্থাভাবে ওর ছোট বোন কলেজের বই কিনতে পারেনি। মানিক নিজে উপার্জন করে পড়াশুনা চালিয়ে এসেছে, কিন্তু এখন শেষ বেলা এসে অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।