আমাদের মোরাল চিলড্রেনদের পরিবারকে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা নিশ্চিত করতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়; তাই আরেকটি মৌলিক চাহিদা “চিকিৎসা” ওদের কাছে গৌন হয়ে যায়। অসুস্থ হলে ওরা দোকান থেকে ওষুধ কিনে খায় বা অন্য কোন ভুল চিকিৎসার খপ্পরে পড়ে। তাই, মোরাল চিলড্রেন এবং তাদের পরিবার (মা-বাবা) কে ফ্রি চিকিৎসা পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প শুরু করা হলো।

বর্তমানে আমাদের প্রায় ৫০ জন মেডিকেল পড়ুয়া মোরাল চিলড্রেন আছে; ওরা যখন পাশ করে ডাক্তার হবে তখন সারা দেশে আমাদের সকল মোরাল চিলড্রেন এবং তাদের পরিবারের জন্য মেডিকেল সেবা ফ্রি করার পরিকল্পনা আছে।  

প্রাথমিক পর্যায়ে এখানে কিছু ডাক্তাররের ঠিকানা এবং যোগাযোগের উপায় দেওয়া হল; মোরাল চিল্ড্রেনরা প্রয়োজন মত এখান থেকে সেবা নিতে পারবে।

কে, কখন কিভাবে সেবা নিতে পারবেঃ

  • এই চিকিৎসা পরামর্শ শুধুমাত্র মোরাল প্যারেন্টিং এর মোরাল চিলড্রেন এবং তাদের মা-বাবা নিতে পারবে। ডাক্তার মোরাল চিলড্রেনের পরিচয় নিশ্চিত হয়ে তবেই চিকিৎসা দিবেন; অন্য কেও ডাক্তারদের বিরক্ত না করার অনুরোধ রইল। মা-বাবা’র সেবার জন্য প্রথমে মোরাল চিলড্রেনকে যোগাযোগ করতে হবে।
  •  নির্দিষ্ট সময়ে উল্লেখিত উপায়ে ডাক্তারদের সাথে যোগাযোগ করতে হবে, এর বাইরে ডাক্তারদের সাথে যোগাযোগ করা যাবে না।
  • এমারজেন্সি হলে বা অন্য কোন বিষয় আলোচনার জন্য এই প্রজেক্টের কোয়ারডিনেটর ডঃ সুমি বা মোরাল প্যারেন্টিং ট্রাস্টের সাথে যোগাযোগ করতে হবে।    

List of Respected Physicians:

Free Medical Service

SlName with DesignationAddress / ChamberField/SpecialtySchedule & way of communicationComment
1.Dr. Sumi Aktar, MBBS,CCD,DMUD,ADMSLabaid diagnostic center, Magura.General Consultancy, Gynecology & ultrasound.Direct at Chamber (12-05pm), Email: sumiaktar490@gmail.com What’s up: 01746130764 (7-9 pm everyday)Coordinator of this project (Contact for Emergency)
2.Dr. A.B.M. Isfaq Elahi, MBBS, MCPS (Surgery), FCPS (Surgery)Satkania, ChattogramGeneral practitioner and surgery01791052053 1. Phone call 2. What’s app 3. Viber Friday: 10 am-12 pm 
3.Dr. Shamima Nasrin MBBS, MPH, MSc (Family Medicine), PGD (Oncology)Ottawa, Canada*General: Telehealth    -History / Diagnosis / Treatment.    -Need-based referral to the most     befitting doctor.   *Specific:    -Health education (Any Physical or      Mental Health conditions/concerns).    -Mental health support/motivational     counselling.  *WOC: Email shamimanasrin31@yahoo.com   *Schedule: BD Time   -Saturdays:       8:00 pm -10:00 pm   -Sundays:       9:00 am – 11:00 am 
4.Dr. Farhana Rahman Mithila MBBS, FCPS  Gynaecologist, Shahid Sohrawardy Medical College and Hospital, DhakaObstetrics and gynecologyDirect at Chamber; Phone call on Wednesday At 6-7pm; Phone: +8801710877211 
5.Dr. Kaniz Fatema, MBBSDhakaMedicinePhone: 01758989464 (7-9 pm everyday) 
6.Dr. Dhiman Roy BHMS (DU) DipIACH (Greece) MSc in Homeopathy (UCLan) MSc Public Health (UEL) Ph.D. Research Fellow (IES, RU) Professional Physician of Hahnemannian Homeopathy.Dr. Rahim Homeopathy Foundation (DRHF) Bangladesh center for  the International Academy of Classical Homeopathy (IACH), Greece 308, She-E-Bangla Road, Khulna – 9100 Bangladesh Mobile: +8801755601820 & +8801755601821  HomeopathyEvenings and Weekends   Email: dhrupodee@hotmail.comFree Medicine (Courier charge Required only)
7.Dr. Fatema Akhter ( BDS, Fcps ( 2nd part) PhD)Riyadh, Saudi ArabiaGeneral consultancy in Dentistry  +966531003115 (Whatsapp), SMS first then talk. 
8.Dr. Humayra HridiDhakaChild and adolescent psychiatry (currently in course at BSMMU)Phone call or WhatsApp Number- 01708553391, Any day – 6 to 9 pm
9.Dr. Tusher MahmoodDhaka Medical CollegeOrthopaedics dept , Dhaka Medical CollegePhone call, WhatsApp Number -01707076717, Mon, Wed – 9 to 11 pm
10DR BOSRA SIKDARPanchlaish, , ChattagramChild health and Medicine Phone call, WhatsApp Number 01532439474, Any day after evening
11Dr. Mizanur RahmanEvercare Hospital Dhaka Sr. Consultant
Molecular Diagnostics
First send an SMS or Email; take appointment then contact;
Ph 01755646545, Email: i_am_mizan@yahoo.com
12Dr Farid Matubber Faridpur Medical CollegeIntern DoctorEmail anytime / Call everyday at 9-11 pm. 01780002751 faridmatubber67@gmail.com