আমাদের মোরাল চিলড্রেনরা একটু পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসা; অধিকাংশেরই মা-বাবা অশিক্ষিত। জীবনের অনেক ক্ষেত্রে ওদের সঠিক গাইডেন্সের অভাব রয়েছে। তাই মোরাল চিলড্রেনদের বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে Skill Development Program পরিচালনা করা হয়। এই প্রগ্রামের আয়তায় এখন ৩ টি কার্যক্রম পরিচালনা করা হচ্ছেঃ

১) Personal Skill Development – মোরাল চিলড্রেনদের ক্যারিয়ার গঠন তথা সামাজিক ও নৈতিক ভাবে ভালমানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে অনলাইনে আলোচনা করা হয়। দেশে ও প্রবাসে বসবাসকারী বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ মোরাল প্যারেন্টগণ ওদের উদ্দেশ্যে লেকচার দেন, ওদের কথা শোনেন এবং সেই অনুযায়ী পরামর্শ দেন। প্রতি মাসে সাধারন ১-২ টি লেকচার আয়োজন করা হয়। 

২) Computer Skill Development – কম্পিউটারে ব্যাসিক দক্ষতা নেই এমন গ্রাজুয়েট এখন কল্পনা করা যায় না। তবে  নানা সীমাবদ্ধতার কারনে আমাদের  মোরাল চিলড্রেনরা এক্ষেত্রে পিছিয়ে আছে। ওদের অধিকংশের কম্পিউটার নেই, অনেকের স্মার্ট ফোনও নেই, কিন্তু এই অজুহাত নিয়ে বসে থাকলে তো চলবে না। এই সীমাবদ্ধতার মধ্যেও কিভাবে ওরা কম্পিউটারের ব্যসিক কাজকর্ম গুলো শিখতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। ৫০ জন করে এক একটা গ্রুপ করে অনলাইন লেকচার দেওয়া হচ্ছে। ক্যাম্পাসে বিদ্যমান সুবিধা নিয়ে গ্রুপ স্ট্যাডির মাধ্যমে হাতে কলমে কম্পিউটার শেখানোর ব্যবস্থা করা হচ্ছে। ভবিষ্যতে প্রতিটি ক্যাম্পাসে কিছু পরিমানে ল্যাপটপ সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

৩) Communication Skill Development – আমাদের মোরাল চিলড্রেনদের কমিউনিকেশন স্কীল বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতি সেশনে বৃত্তি দেওয়ার সময় “বৃত্তি উৎসব” উৎযাপন করার মাধ্যমে ওদের নিজেদের মধ্যে যোগাযোগ  বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। লেকচার, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আড্ডা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে প্রতিটি ক্যাম্পাসের মোরাল চিলড্রেনদের  কমিউনিকেশন স্কীল বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আন্ত-ক্যাম্পাস পরিচালনা করা হবে, যেন সারাদেশের মোরাল চিলড্রেনরা নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে “মোরাল প্যারেন্টিং পরিবার” নামে একটি নৈতিক পরিবার গঠন করতে পারে এবং এর সুফল উপভোগ করতে পারে।