দেশের সামাজিক উন্নয়নে সহযোগিতার অংশিদার হিসেবে কোনো ব্যক্তি বা পরিবারের শিক্ষার উন্নয়নে অবদান রাখাই উত্তম প্রন্থা। কোনো একটি পরিবারের একটি সন্তান লেখাপড়া শিখে মানুষ হতে পারলে তার পরিবারের পাশাপাশি দেশ ও জাতি উপকৃত হয়। অামাদের দেশে এখনো সামাজিক ভাবে পিছিয়ে পড়া অনেক অসহায়, দরিদ্র ও এতিম সন্তান অর্থনৈতিক সমস্যার কারণে মেধা থাকা সত্ত্বেও কাজে লাগাতে পারছে না। অাবার অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ সীমিত পরিসরে দরীদ্র অসহায় পরবারের সন্তানদের লেখাপড়ায় সহযোগিতা করতে চাইলেও প্রকৃত পক্ষে যাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন তাদেরকে খুঁজে পায় না বা খোঁজ করাও হয়ে ওঠে না। মোরাল প্যারেন্ট সমাজের পিছিয়ে পড়া অদম্য মেধাবী সন্তানদের খুঁজে এনে অার্থিক ও মানষিক ভাবে উন্নত মানুষগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এবং এলোকগুলোর সার্বিক সহযোগিতায় দরীদ্র অসহায় পরিবারগুলোর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে অবদান রেখে চলছে। এ সংস্থার মাধ্যমে একটি মেধাবী অসহায় সন্তানের মোরাল প্যারেন্ট হিসেবে সহযোগিতা প্রদানের সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য মোরাল প্যারেন্ট সংস্থার প্রতি কৃতজ্ঞ। মোরাল প্যারেন্টের উত্তরোত্তর উন্নতি লাভ করুক এবং সমাজের প্রতিষ্ঠিত জনগোষ্ঠী এ সংস্থার মাধ্যমে দরীদ্র অসহায় সন্তানদের শিক্ষা দীক্ষার সহযোগিতায় এগিয়ে অাসুক সেই কামনা করছি।