MPF Research Team

MPF Research Team

Root’s Goods BD – Buy to Support

Root’s Goods BD – Buy to Support

শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত ই-কমার্স শপ

 www.rootsgoodsbd.com

এর যাত্রা শুরু হলো।

মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ( www.moralparenting.org ) সারাদেশে হাজার খানিক অদম্য মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদানের পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হতে বিভিন্ন ভাবে সহায়তা করে যাচ্ছে। মোরাল চিলড্রেনদের (শিক্ষার্থী) যে পরিমান বৃত্তি দেওয়া হয় তা তাদের প্রয়োজনের তুলনায় বেশ কম। দৈনন্দিন খরচ চালাতে তারা টিউশনির উপর নির্ভরশীল।  কিন্তু মফঃস্বল শহরে টিউশনি পাওয়া ভাগ্যের ব্যাপার; পেলেও তাতে অনেক সময় নষ্ট হয়, পড়াশুনার ক্ষতি হয় কিন্তু বেতন সেই তুলনায় খুবই কম। 

অন্যদিকে ট্রাস্ট কর্তৃপক্ষ লক্ষ্য করেছেন, যে সকল শিক্ষার্থী পাশ করে বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে তাদের সার্টিফিকেট ছাড়া অন্য কোন কাজের অভিজ্ঞতা নেই; অধিকংশই সন্তোষজনক চাকুরী পাচ্ছে না- তখন তাদের অবস্থা আরও খারাপ হচ্ছে।     

এই বিষয় দুটি মাথায় রেখে ছাত্রছাত্রীদেরকে উদ্যোগতা হওয়ায় উদ্বুদ্ধ করতে এবং খন্ড কালীন কাজের মাধ্যমে কিছু আয় করার উপায় তৈরির উদ্দেশ্যে Root’s Goods BD নামের এই ব্যতিক্রমী প্ল্যাটফর্ম টি তৈরি করা হয়েছে।   

Root’s Goods BD মূলত তিনিটি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ঃ

১) বিশ্ববিদ্যালয় পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের “নৈতিক ব্যবসা” শেখা এবং খন্ড কালীন কাজ করে আয়ের ব্যবস্থা করা  

২) প্রান্তিক পর্যায়ে উৎপাদিত বিখ্যাত পন্য মেইন স্ট্রিম মার্কেটে বিক্রির সুযোগ সৃষ্টি করা

৩) বিভিন্ন এলাকার বিখ্যাত এবং অরিজিনাল পন্য সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি করা। 

এই মার্কেট প্লেসের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে থাকা ভার্সিটি পর্যায়ের শিক্ষার্থীরা তাদের এলাকার বিখ্যাত / স্পেশাল পন্য বিক্রি করতে পারবে। প্রত্যন্ত এলাকার পন্য শহরে বিক্রি করতে পারবে, আবার ঢাকায় যে সকল পন্য পাওয়া যায় তা মফঃস্বলে বিক্রি করতে পারবে। একজন তার এলাকার পন্য অনলাইনে  উঠিয়ে রাখলে অন্য এলাকার আরেকজন তার এলাকায় সেটা বিক্রি করতে পারবে। এখানে ছাত্রছাত্রীরা শুন্য পুঁজি নিয়ে ব্যাবসা করতে পারবে, কম সময় ব্যয় করে চলার মত টাকা আয় করতে পারবে, সবচেয়ে বড় কথা এখানে ওরা ‘নৈতিক ব্যাবসা’ করে উদ্যোগতা হওয়ার প্রশিক্ষণ পাবে।

Root’s Goods BD  ই- কমার্স শপের; ওয়েবসাইটঃ www.rootsgoodsbd.com ; এটি দেশের প্রথম ই-কমার্স শপ যেখানে সকল বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  

“নৈতিক ব্যবসা” এর কন্সেপ্টে পরিচালিত এই ই- কমার্স শপের বিশেষত্বঃ  

১) সকল বিক্রেতা এবং পরিচালনা পর্ষদ বিশ্ববিদ্যালয় পর্যায়ের অদম্য মেধাবী শিক্ষার্থী

২) এক সাইটে সারাদেশের বিখ্যাত / স্পেশাল পন্য পাওয়া যাবে

৩) সরাসরি ক্রেতার সাথে যোগাযোগের মাধ্যমে পন্য ক্রয় ও দাম পরিশোধের ব্যাবস্থা

৪) লিস্টে নাই এমন পন্যও আলোচনার সাপেক্ষে অর্ডার দিয়ে কেনা যাবে (যেমন ঢাকা থেকে নির্দিষ্ট পন্য কিনে পাঠাতে বলা যাবে) 

৫) পন্য ও সার্ভিস সম্পর্কে রিভিউ নম্বর এবং কমেন্ট এর মাধ্যমে দেওয়া যাবে যা উক্ত পন্যের পাশে তা দেখানো হবে।

৬) শতভাগ সততা এবং স্বচ্ছতা রক্ষা করে নৈতিক ব্যবসা করতে ছাত্রছাত্রীরা দৃঢ় প্রতিজ্ঞ

 Root’s Goods BD থেকে সহজে সারাদেশের বিখ্যাত পন্য কেনার মাধ্যমে অদম্য শিক্ষার্থীদের এই উদ্যোগ কে সহায়তা করার অনুরোধ করা হল!!   

বিশাল একটা খুশির খবর !!!

বিশাল একটা খুশির খবর !!!

আমাদের মোরাল চাইল্ড হাবীব  Erasmus Mundus Scholarship এর জন্য নির্বাচিত হয়েছে। Erasmus Mundus Scholarship, ইউরোপিয়ান ইউনিয়নের fully-funded স্কলারশীপ; এটি বিশ্বের ভাল স্কলারশীপ গুলোর মধ্যে অন্যতম।  

ইনশাআল্লাহ্‌, হাবীব এই সেপ্টেম্বরে ইউরোপের উদ্দেশ্যে রওনা হবে। এই স্কলারশীপের অধীনে সে ইতালী, পর্তুগাল, গ্রীস  এর নামকরা তিনটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার সুযোগ পাবে।

হাবীব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত বিভাগ থেকে পাশ করেছে। আমেরিকা প্রবাসী একজন মোরাল প্যারেন্ট গত ৩ বছরের বেশি সময় ধরে হাবীবের পাশে ছিলেন। হাবীবের সম্পর্কে জানতে ওর পূরান ফাইল গুলো দেখছিলাম, সেখানে ওর বৃত্তির আবেদনপত্রটি পেলাম। ও লিখেছিল, “—- অবস্থা এমন দাড়িয়েছে যে হলের ডাইনিং এ দু’বেলা খেয়ে (সকালবেলা না খেয়ে) কোনরকমে মানবেতর জীবনযাপন করছি। পরিমিত খাদ্যের অভাবে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছি। এখন আমার ওজন দাড়িয়েছে ৪৫ কেজি, যা স্বাভাবিকের চেয়ে ৯ কেজী কম —-  ”।

ইনশাআল্লাহ্‌, এই দুঃসহ স্মৃতি গুলো এখন থেকে ওর জীবনে অতীত স্মৃতি হয়ে যাবে। সামনে ওর জীবনে সুদিন আসছে। হাবীব এখন শুধু ওর পরিবারের জন্য গর্ব নয়, ও মোরাল প্যারেন্টিং পরিবারের জন্যও সে গর্ব বয়ে এনেছে; আমাদের অন্যান্য মোরাল চাইল্ডদের জন্যও অনুপ্রেরনার!

দোয়া করি, হাবীব তার সকল ফর্মালিটিজ নির্ঝঞ্ঝাট ভাবে সমাপ্ত করে যথাসময়ে উড়াল দিক তার স্বপ্নের দেশে! অভিনন্দন হাবীব!! অভিনন্দন মোরাল প্যারেন্ট

সোনার মেয়ে আমেনা এবার ডাক্তার হবে!!

সোনার মেয়ে আমেনা এবার ডাক্তার হবে!!

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বের হওয়ার সাথে সাথে, প্রথমে ভলেন্টিয়ার স্যার, এক কিছুক্ষন পর আমেনা খুশিতে গদগদ হয়ে আমাকে ফোন করে জানাল সে খুলনা মেডিকেলে চান্স পেয়েছে। সংবাদটা শুনে এতটা খুশি হলাম, মনে হলো আমার নিজের সন্তানের সুখবর শুনছি।

মেয়েটাকে সেই স্কুল লাইফ থেকে আমরা প্যারেন্টিং করছি। ওর বাবা ওকে আর ওর মাকে ছেড়ে চলে গেছেন। সেই থেকে মা মেয়ের সংগ্রাম শুরু! মায়ের নির্দিষ্ট কোন আয় নেই; কায়িক শ্রম দিয়ে সংসার চালান।

এস এস সি পরীক্ষায় চমৎকার রেজাল্ট করার পর একটি পোষ্টে আক্ষেপ করে লিখেছিলাম, এমন সোনার মেয়েকে ছেড়ে কেমনে বাবা অন্য কোথাও চলে যায়!!

এর পর অনেক চড়ায় উৎরাই পার হতে হয়েছে; প্রথমে একজন মোরাল প্যারেন্ট ওকে ৩ বছর মত সাপোর্ট করেন; পরে তিনি আর কন্টিনিঊ না করতে পারায় মেয়েটি খুব হতাশ হয়ে পড়ে। পরে আরেকজন মোরাল প্যারেন্ট ওর দায়িত্ব নেন; তিনিই এখন পর্যন্ত পাশে আছেন; সামনের দিন গু;লোতেও থাকবেন বলে কথা দিয়েছেন।

অভিনন্দন আমেনার মোরাল প্যারেন্টসদের!
শুভ কামনা, আমেনা!!!
তুমি তোমার দুখিনী মায়ের স্বপ্ন পূরণ করেছ; আল্লাহ্‌ তোমার মনের আশা পূরণ করুন!!

Career Support

Career Support

“আমরা আমাদের মোরাল চাইল্ডদের নিজ সন্তানের মত মনে করি”- এটা শুধু কথার কথা নয়, আমরা কাজেও সেটা প্রমান করতে চাই। আমরা আমাদের সন্তানকে শুধু পড়াশুনা করার সময় সাহায্য করি না, বরং পাশ করে বের হওয়ার পরও তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করি। একই ভাবে আমাদের মোরাল চাইল্ডদেরকে পাশ করে বের হয়ে একটি আয়ের পথ পাওয়ার (সাধারণত ৬ মাস) আগপর্যন্ত বৃত্তি চালু রাখি। 

আমাদের মোরাল চাইল্ডরা পাশ করে বের হওয়া শুরু করেছে, সামনে আরো অনেকে পাশ করে বের হবে। গ্রাজুয়েট মোরাল চাইল্ডদের ক্যারিয়ার গঠনের ব্যাপারে সহায়তা করার লক্ষ্যে Career Support প্রজেক্টটি শুরু করা হল। যে সকল মোরাল চাইল্ড অনার্স পাশ করবে তাদের রেজাল্ট এবং সংক্ষিপ্ত তথ্য এখানে আপডেট করা হবে।

দেশ বিদেশে আমাদের অসংখ্য মোরাল প্যারেন্টস আছেন; অনেকেই অনেক ভাল অবস্থানে আছেন। কেও হয়ত বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য কাওকে একটি বৃত্তি পেতে সহায়তা করতে পারবেন; কেও দেশে একটা চাকুরী পাওয়ার ব্যাপারে কাওকে গাইড করতে পারবেন অথবা কেও কোন ব্যাবসাতে বিনিয়োগ করে কাওকে উদ্যোগটা হতে সাহায্য করতে পারবেন।  

আমরা অনেক সময় অনেক কাজের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজে পাইনা। এখানে বিভিন্ন বিষয়ে উপযুক্ত ছাত্রছাত্রীদের তথ্য থাকবে; যে কেও এখান থেকে তাদের পছন্দমত মানুষকে কাজে লাগাতে পারে বা উপকার করতে পারবে।

 আমাদের মোরাল চাইল্ডরা একটু পিছিয়ে পড়া পরিবার থেকে সংগ্রাম করে উঠে আসা। এরা অদম্য মেধাবী, প্রচণ্ড পরিশমী এবং অধিকংশই সৎ চরিত্রের অধিকারী। সঠিক দিকনির্দেশনা পেলে এরা নিজ জীবনের পরিবর্তনের পাশাপাশি তাদের পরিবার, এমনকি সমাজ পরিবর্তনে অবদান রাখতে পারে।   

Info. of Moral Children who have completed their Hons. and require career support