“আমরা আমাদের মোরাল চাইল্ডদের নিজ সন্তানের মত মনে করি”- এটা শুধু কথার কথা নয়, আমরা কাজেও সেটা প্রমান করতে চাই। আমরা আমাদের সন্তানকে শুধু পড়াশুনা করার সময় সাহায্য করি না, বরং পাশ করে বের হওয়ার পরও তাদের ক্যারিয়ার গঠনে সহায়তা করি। একই ভাবে আমাদের মোরাল চাইল্ডদেরকে পাশ করে বের হয়ে একটি আয়ের পথ পাওয়ার (সাধারণত ৬ মাস) আগপর্যন্ত বৃত্তি চালু রাখি। 

আমাদের মোরাল চাইল্ডরা পাশ করে বের হওয়া শুরু করেছে, সামনে আরো অনেকে পাশ করে বের হবে। গ্রাজুয়েট মোরাল চাইল্ডদের ক্যারিয়ার গঠনের ব্যাপারে সহায়তা করার লক্ষ্যে Career Support প্রজেক্টটি শুরু করা হল। যে সকল মোরাল চাইল্ড অনার্স পাশ করবে তাদের রেজাল্ট এবং সংক্ষিপ্ত তথ্য এখানে আপডেট করা হবে।

দেশ বিদেশে আমাদের অসংখ্য মোরাল প্যারেন্টস আছেন; অনেকেই অনেক ভাল অবস্থানে আছেন। কেও হয়ত বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য কাওকে একটি বৃত্তি পেতে সহায়তা করতে পারবেন; কেও দেশে একটা চাকুরী পাওয়ার ব্যাপারে কাওকে গাইড করতে পারবেন অথবা কেও কোন ব্যাবসাতে বিনিয়োগ করে কাওকে উদ্যোগটা হতে সাহায্য করতে পারবেন।  

আমরা অনেক সময় অনেক কাজের জন্য উপযুক্ত প্রার্থী খুঁজে পাইনা। এখানে বিভিন্ন বিষয়ে উপযুক্ত ছাত্রছাত্রীদের তথ্য থাকবে; যে কেও এখান থেকে তাদের পছন্দমত মানুষকে কাজে লাগাতে পারে বা উপকার করতে পারবে।

 আমাদের মোরাল চাইল্ডরা একটু পিছিয়ে পড়া পরিবার থেকে সংগ্রাম করে উঠে আসা। এরা অদম্য মেধাবী, প্রচণ্ড পরিশমী এবং অধিকংশই সৎ চরিত্রের অধিকারী। সঠিক দিকনির্দেশনা পেলে এরা নিজ জীবনের পরিবর্তনের পাশাপাশি তাদের পরিবার, এমনকি সমাজ পরিবর্তনে অবদান রাখতে পারে।   

Info. of Moral Children who have completed their Hons. and require career support