শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত ই-কমার্স শপ

 www.rootsgoodsbd.com

এর যাত্রা শুরু হলো।

মোরাল প্যারেন্টিং ট্রাস্ট ( www.moralparenting.org ) সারাদেশে হাজার খানিক অদম্য মেধাবী ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদানের পাশাপাশি জীবনে প্রতিষ্ঠিত হতে বিভিন্ন ভাবে সহায়তা করে যাচ্ছে। মোরাল চিলড্রেনদের (শিক্ষার্থী) যে পরিমান বৃত্তি দেওয়া হয় তা তাদের প্রয়োজনের তুলনায় বেশ কম। দৈনন্দিন খরচ চালাতে তারা টিউশনির উপর নির্ভরশীল।  কিন্তু মফঃস্বল শহরে টিউশনি পাওয়া ভাগ্যের ব্যাপার; পেলেও তাতে অনেক সময় নষ্ট হয়, পড়াশুনার ক্ষতি হয় কিন্তু বেতন সেই তুলনায় খুবই কম। 

অন্যদিকে ট্রাস্ট কর্তৃপক্ষ লক্ষ্য করেছেন, যে সকল শিক্ষার্থী পাশ করে বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে তাদের সার্টিফিকেট ছাড়া অন্য কোন কাজের অভিজ্ঞতা নেই; অধিকংশই সন্তোষজনক চাকুরী পাচ্ছে না- তখন তাদের অবস্থা আরও খারাপ হচ্ছে।     

এই বিষয় দুটি মাথায় রেখে ছাত্রছাত্রীদেরকে উদ্যোগতা হওয়ায় উদ্বুদ্ধ করতে এবং খন্ড কালীন কাজের মাধ্যমে কিছু আয় করার উপায় তৈরির উদ্দেশ্যে Root’s Goods BD নামের এই ব্যতিক্রমী প্ল্যাটফর্ম টি তৈরি করা হয়েছে।   

Root’s Goods BD মূলত তিনিটি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ঃ

১) বিশ্ববিদ্যালয় পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের “নৈতিক ব্যবসা” শেখা এবং খন্ড কালীন কাজ করে আয়ের ব্যবস্থা করা  

২) প্রান্তিক পর্যায়ে উৎপাদিত বিখ্যাত পন্য মেইন স্ট্রিম মার্কেটে বিক্রির সুযোগ সৃষ্টি করা

৩) বিভিন্ন এলাকার বিখ্যাত এবং অরিজিনাল পন্য সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি করা। 

এই মার্কেট প্লেসের মাধ্যমে সারাদেশে ছড়িয়ে থাকা ভার্সিটি পর্যায়ের শিক্ষার্থীরা তাদের এলাকার বিখ্যাত / স্পেশাল পন্য বিক্রি করতে পারবে। প্রত্যন্ত এলাকার পন্য শহরে বিক্রি করতে পারবে, আবার ঢাকায় যে সকল পন্য পাওয়া যায় তা মফঃস্বলে বিক্রি করতে পারবে। একজন তার এলাকার পন্য অনলাইনে  উঠিয়ে রাখলে অন্য এলাকার আরেকজন তার এলাকায় সেটা বিক্রি করতে পারবে। এখানে ছাত্রছাত্রীরা শুন্য পুঁজি নিয়ে ব্যাবসা করতে পারবে, কম সময় ব্যয় করে চলার মত টাকা আয় করতে পারবে, সবচেয়ে বড় কথা এখানে ওরা ‘নৈতিক ব্যাবসা’ করে উদ্যোগতা হওয়ার প্রশিক্ষণ পাবে।

Root’s Goods BD  ই- কমার্স শপের; ওয়েবসাইটঃ www.rootsgoodsbd.com ; এটি দেশের প্রথম ই-কমার্স শপ যেখানে সকল বিক্রেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।  

“নৈতিক ব্যবসা” এর কন্সেপ্টে পরিচালিত এই ই- কমার্স শপের বিশেষত্বঃ  

১) সকল বিক্রেতা এবং পরিচালনা পর্ষদ বিশ্ববিদ্যালয় পর্যায়ের অদম্য মেধাবী শিক্ষার্থী

২) এক সাইটে সারাদেশের বিখ্যাত / স্পেশাল পন্য পাওয়া যাবে

৩) সরাসরি ক্রেতার সাথে যোগাযোগের মাধ্যমে পন্য ক্রয় ও দাম পরিশোধের ব্যাবস্থা

৪) লিস্টে নাই এমন পন্যও আলোচনার সাপেক্ষে অর্ডার দিয়ে কেনা যাবে (যেমন ঢাকা থেকে নির্দিষ্ট পন্য কিনে পাঠাতে বলা যাবে) 

৫) পন্য ও সার্ভিস সম্পর্কে রিভিউ নম্বর এবং কমেন্ট এর মাধ্যমে দেওয়া যাবে যা উক্ত পন্যের পাশে তা দেখানো হবে।

৬) শতভাগ সততা এবং স্বচ্ছতা রক্ষা করে নৈতিক ব্যবসা করতে ছাত্রছাত্রীরা দৃঢ় প্রতিজ্ঞ

 Root’s Goods BD থেকে সহজে সারাদেশের বিখ্যাত পন্য কেনার মাধ্যমে অদম্য শিক্ষার্থীদের এই উদ্যোগ কে সহায়তা করার অনুরোধ করা হল!!