দায় ও দায়িত্ব নিয়েই আমরা মানুষ – মাঝে মাঝেই একথাটা আমরা ভুলে যাই। যান্ত্রিক এ জীবনের প্রতিষ্ঠার ইঁদুর দৌড়ে আমরা প্রতেকেই এত ব্যস্ত থাকি যে, দিন শেষে আমরা বড় বিচ্ছিন্ন হয়ে পড়ি। এই বিচ্ছিন্নতা আমাদের সমাজ সচেতনতার বিপরীতে সমাজ বিচ্ছিন্ন করে তোলে।এর ব্যতিক্রম কিছু মানুষও আছেন, যারা নিজেদের স্বচ্ছন্দ জীবনযাপনের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর কথাও চিন্তা করেন। তেমন কিছু উদ্যোগী মানুষ মিলে গড়ে তুলেছেন মোরাল প্যারেন্টিং ট্রাষ্ট। সমাজের অদম্য মেধাবী যারা অর্থাভাবে শিক্ষাব্যয় বহনে অসচ্ছল,  তাদের বৃত্তি প্রদানের জন্য তাঁরা গড়ে তুলেছেন এই মানবিক প্রতিষ্ঠান। মোরাল প্যারেন্টিং ট্রাস্টের আহবানে সাড়া দিয়ে অনেকেই এগিয়ে এসেছেন,  সবপ্ন দেখিয়েছেন অসংখ্য অদম্য মেধাবীদের। Moral Parenting নামক এই মানবিক উদ্যোগে আমরা আপনাকে আমাদের পাশে চাই, সাথে চাই।