আমাদের চলার পথে ঘটে যাওয়া কত শত মন খারাপের ঘটনা অবিরত আমাদের চোখ এড়িয়ে যাই। হয়ত দেখেও দেখিনা বা বুঝিনা সেসব ঘটনার করুন রূপ। স্বচ্ছলতার চাদর মুড়িয়ে পথচলা এই আমরা কখনও অনুভব করিনা, না পাওয়ার বেদনার চাদরে আটকে থাকা দারিদ্রতা। মহান রবের কৃপায় পাওয়া স্বচ্ছলতাকে কাজে লাগিয়ে অস্বচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ সবাই কাজে লাগাতে পারেনা। অসচ্ছল পরিবারের মেধাবী সন্তানেরা হারিয়ে যায় বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে। সামর্থবান মানুষের অস্বচ্ছল মানসিকতার কাছে হার মেনে যায় মানবিকতা। এর মাঝেও ঘুরে দাঁড়ায় মানবিক হৃদয়ের মানুষগুলো; তৈরী হয় নতুন গল্প, নতুন পথচলা, ফলশ্রুতিতে আলোর মুখ দেখে অন্ধকারে হারিয়ে যেতে বসা কিছু মেধাবী তরুণ তরুণী।মোরাল প্যারেন্টিং কে আমি এভাবেই পেয়েছি সম্ভবনাময় মেধাবী প্রজন্মের পাশে আলোকবর্তিকা রূপে।মানবিক মানুষ খোঁজার মাধ্যম হিসাবে এগিয়ে চলুক মোরাল প্যারেন্টিং । নিরন্তন শুভেচ্ছা।