মাস দেড়েক আগের ঘটনা! টাকার অভাবে জয় ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ করতে পারছিল না; ওর মোরাল প্যারেন্ট এটা জানতে পেরে সাথে সাথে ওকে টাকাটা পাঠিয়ে দেন। জয় পরীক্ষায় অংশগ্রহণ করে। কয়েকদিন আগে সেই পরীক্ষার রেজল্ট বের হয়েছে। দেখেন, কি চমৎকার ফলাফল!! জয় আমাদের গর্ব!  পরীক্ষার রেজাল্ট জানিয়ে মোরাল প্যারেন্টকে লেখা ইমেইলটি সরাসরি এখানে দিলামঃ   

“সম্মানিত মোরাল প্যারেন্ট,  প্রথমে আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনি সহ আপনার পরিবারের সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অক্টোবর মাসে আমার ৪র্থ বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা হয়েছিল এবং গতকাল সেটির ফলাফল প্রকাশিত হয়েছে, আল্লাহর অশেষ রহমতে  এবার সিজিপিএ .৭৩ পেয়ে ২য় হয়েছি আর SGPA : 3.88 পেয়ে প্রথম হয়েছি। আপনি আমাকে ফর্ম ফিলাপ আর ভর্তির জন্য ৩৫০০ টাকা দিয়েছিলেন, টাকাটা না পেলে হয়তো পরীক্ষা দিতে পারতাম না। এজন্য আপনাকে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জ্ঞাপন করছি। আপনি তো জানেন, বাবা পড়াশোনার খরচ চালাতে সম্পুর্নরুপে অপারগ, হয়তো আপনি আমাকে সাহায্য না করলে পড়াশোনা চালানো খুব কস্ট হয়ে যেত। আমার ডিসেম্বর মাসে অনার্স শেষ হবে, ডিসেম্বরের তারিখের মধ্যে পরীক্ষা শুরু হওয়ার কথা বলেছেন শ্রদ্ধেয়  স্যারম্যাডামগণ।   আমার জন্য দোয়া করবেন! আপনার সহযোগিতা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাবো।“