বিশ্বের সবচেয়ে বড় শোক বই তৈরির উদ্যোগ: ফিলিস্তিনের জন্য মোরাল প্যারেন্টিং পরিবারের ব্যতিক্রমধর্মী মানবিক প্রতিবাদ!
মোরাল প্যারেন্টিং পরিবারের মোরাল চিলড্রেনরা সারা বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ের গভীর থেকে আসা আবেগ, অনুভূতি ও প্রতিবাদের ভাষা দিয়ে গড়ে তুলেছে এক অনন্য শোক বই। আমাদের লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় শোক বই তৈরি করা, যা গাজায় চলমান নৃশংসতা ও ফিলিস্তিনের নির্যাতিত মানুষের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের সহমর্মিতার দলিল হিসাবে সংরক্ষিত থাকবে।
আমরা বিশ্বাস করি, নৈতিক সমাজ গঠনে প্রতিটি মানবিক কণ্ঠই একটি অমূল্য অবদান। সেই বিশ্বাস থেকেই, গাজায় চলমান নির্যাতন ও হত্যাযজ্ঞ বিশেষ করে শিশু ও নারীদের প্রতি অমানবিকতা, মানবতার চরম লঙ্ঘনের বিরুদ্ধে এক অভিনব ও শান্তিপূর্ণ প্রতিবাদে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে থাকা আমাদের শিক্ষার্থী (মোরাল চাইল্ড) এবং ভলন্টিয়ারগন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষদের কাছ থেকে নিজ হাতে লেখা শোক মন্তব্য, অনুভূতি, প্রার্থনা ও প্রতিবাদের ভাষা সংগ্রহ করেছে। অংশগ্রহণকারীরা তাদের নাম, ঠিকানা ও স্বাক্ষর যুক্ত করে দায়িত্ব নিয়ে তাদের মতামত প্রকাশ করছেন।
ইতিমধ্যে সারাদেশ থেকে প্রায় ১২,০০০ মানুষের মন্তব্য সংগৃহীত হয়েছে। সেগুলো একত্রিত করে ৬ খন্ডের একটি বিশাল বইয়ে রুপান্তর করা হয়েছে। এটি ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শিত হবে। শোক বইটি চূড়ান্তভাবে সংরক্ষণের জন্য রাখা হবে ঢাকার জাতীয় পাবলিক লাইব্রেরিতে।
এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি একদিকে যেমন হতে পারে একটি বিশ্ব রেকর্ড, অন্যদিকে এটি হয়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এক গুরুত্বপূর্ণ মানবিক স্মারক, যা প্রমান করবে – আমরা নীরব ছিলাম না, আমরা আমাদের সময়ের অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়েছিলাম।
আমরা হিংসা, বিদ্বেষ বা কোনো ধরনের সংঘর্ষে বিশ্বাস করি না। আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ, মানবিক এবং নৈতিক – যা বিশ্বের বিবেককে নাড়া দেওয়ার এক বিনয়ী প্রয়াস।
নৈতিক সমাজ গঠনের প্রত্যয়ে মোরাল প্যারেন্টিং পরিবার!
Check out the books from this link