Moral Parenting Trust পরিচালিত আরেকটি প্রজেক্টের নাম Ten Taka Tuition। এটি মূলত ভার্সিটি পর্যায়ের মোরাল চিলড্রেনগন পরিচালনা করে।  দেশের প্রায় প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমাদের মোরাল চাইল্ড আছে।  যে সকল বিশ্ববিদ্যালয়ে মোরাল চাইল্ড সংখ্যা ১০ এর অধিক তারা তাদের বিশ্ববিদ্যালয়ের পাশের কোন স্কুলের অতি দরিদ্র ছাত্রছাত্রীদের নাম মাত্র মূল্যে টিউশনি করায়। স্থানীয় স্কুলের শিক্ষকদের সাথে আলোচনা করে স্কুলেই ব্যাচ করে মোরাল চিলড্রেন গন ক্লাশ নেয়।

অনেক ছাত্রছাত্রী আছে যারা টাকার অভাবে টিউশনি পড়তে পারে না, রেজাল্ট খারাপ করে একসময় ঝরে যায়; মূলত এসকল ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য আমাদের এই প্রজেক্ট। এছাড়া এর ফলে আমাদের মোরাল চিলড্রেনদের সামাজিক কাজের প্রাকটিসও হয়ে যায়।

এখানে ছাত্রছাত্রীদের কাছ থেকে মাসে ১০ টাকা টিউশন ফি নেওয়া হয়। মোরাল চাইল্ড গনকে আলাদা কোন বেতন দেওয়া হয় না, তবে ট্রাস্টের পক্ষ থেকে তাদের নাস্তা এবং যাতায়াত বাবদ কিছু টাকা দেওয়া হয়।

দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে দুটি স্কুলে এই প্রজেক্টের কাজ শুরু করা হয়েছিল ২০২০ সালের জানুয়ারী মাসে। কিন্তু করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় আপাতত সব কাজ বন্ধ আছে; সামনে আবার শুরু হবে ইনশাআল্লাহ্‌!!